জানা ছিলো না প্রিয়তমা
তুমি যে এতো পাষাণী,
ভুল ছিলো আমারই শুধু
সব সম্পর্ক দিলেম ইতি টানি।
কাছ থেকে বুঝেছি আমি
হৃদয়ে জেগেছে বিরান চর,
অসম্ভব হলেও যাচ্ছি বয়ে,
এ হৃদয়ে হাজার মণি পাথর।
আগে তো বুঝিনি প্রিয়তমা
তুমি বড়ই পাষাণী,
সকলে গেছে ছেড়ে
এ জীবন হল দুঃখের খনি।
বুঝেছি! তোমার সব ছিলো নকল
ছলনায় করেছো সবই অভিনয়,
সব হারিয়ে বুঝেছে
আমারি শান্ত এ হৃদয়।
বাঁচার নামে শুধুই কি
এ ধরাধামে বেঁচে থাকা?
সকলেই আছে চারপাশে
তবুও কেন লাগে একা?
জানি, জীবনের চলার পথ বাঁকা
বলবোনা আমি তা খুবই সোজা,
অনিশ্চিত এ জীবনের বাঁকে বাঁকে
দিয়েছো প্রিয়তমা, প্রতিটি ক্ষণে ক্ষণে খোঁচা।
তাং ১৯/০২/২০২১ খ্রি.