পাপিষ্ঠ পামর পূণ্য খুঁজছে,
জমানো পাপের টাকায়।
ভন্ড সাধক সাধু বেশে,
সব হাতিয়ে ধর্মের গান শোনায়!

ঐ দেখা যায় স্বর্গ, ঐতো সুখ স্থান,
ঐখানেতে যেতে তোমার মন করে আনচান?
ফেল কড়ি, মাখো তেল, ওরে ও মনা,
অর্থ হাতিয়ে দেখিয়ে দে, ঐতো শান্তির ঠিকানা!

পাপিষ্ঠ পামর আজ তুমিই অমর,
মধু খেয়ে জ্বালায় মানবতার আলো!
কোথায় আজ বাছবিচার, পেলে নগদ
ভুলে যায় তা সাদা নাকি কালো।

জুড়ি মেলা ভার, আশা নগদ পাবার
সকলকে ছাড়িয়ে এগিয়ে সাধু-সন্ন্যাসী।
গুণগান গাহে সদা, নগদ দে যেই বেশি,
পাপপুণ্য হিসাব বাদ, ওরা যে নগদ প্রত্যাশী।

সৎমানুষগুলো সততার আলোয়
আলোকিত করে যাচ্ছে চারপাশ।
পাপিষ্ঠ পামর আজ মুখোশের আড়ালে
ছড়িয়ে দিচ্ছে হিংসা আর লালসার চাষ।