এই শহরে আমার কোন বন্ধু ছিলোনা,
ছিলোনা কোন সুহৃদয় হীতজন,
বৃষ্টি ভেজা বিকেলে আমি নিঃসঙ্গতা অনুভব করে,
জলের ফোয়ারা মেখে নিতাম আদুল গায়ে,
দাড়িয়ে থাকতাম গোধূলী বেলা শেষে,
বিকেলের হিমেল হাওয়াই সূর্যাস্ত দেখার ছলে।
এই শহরে আমার কোন কলমি বন্ধু ছিলনা,
তবুও আমার কাছে ওম মাখা হলুদ খামে,
মিঠে আখরে লেখা চিঠি আসতো প্রতিটি ভোরে,
বড়াল নদী তীরে শিমুল ফুলে ফুলে সেই চিঠি খুলে,
ছড়িয়ে দিতাম সমস্ত ওম।
কুহেলী বাসন্তি কাঠালিয়া বনে,
তার জবাব লিখে রাখতাম দু' নয়নের জলে।।