আমাদের একসাথে বাঁচার ইচ্ছে ছিলো,
ইচ্ছে ছিলো, দুজনে হবো দুজনার,
শালিকের জোড়া হয়ে একসাথে উড়বার শপথ ছিলো,
শপথ ছিলো, এক হাত অন্য হাত না ছাড়ার।


আমাদের একসাথে কিছু কথা ছিলো,
কথা ছিলো, দূরে কোথাও না হারাবার,
যৌবন কাটিয়ে বার্ধক্যেও সঙ্গী হবার স্বপ্ন ছিলো,
স্বপ্ন ছিলো চিরদিন পাশে থাকার।


সেইসব অঙ্গীকারের দিনগুলি,
ভুলে গেছো তুমি, ফুটেনি পরিণয়ের ফুল,
ঠুনকো অজুহাতে বদলে গেলে,
হয়নি জানা কি ছিলো কারণ, কিইবা ছিলো ভুল।


দুজনের আজ দুই পৃথিবী,
বিরহই আমার আপন,
নিয়তির লিখন, বিচ্ছেদই পরিণতি,
হয়নি তাই একসাথে জীবন যাপন।