কে গরীব, কে ধনী
তুমি কি তা জানো ভাই!
ধনী গরীব খোদার হাতে,
আমরা বুঝার সাধ্য নাই।


তোমরা যাকে গরীব বলো,
সম্পদের মাপকাটিতে,
খোদার কাছে সেই ধনী,
জান্নাতের উসিলাতে।
কিংবা যাকে ধনী বলো,
অর্থকড়ির ওজন মেপে,
রোজ হাশরে সেই হয়তো,
দোজখ পাবেন বদৌলতে।


সম্পদে হয় না ধার্য্য,
কে বা ধনী, কে বা গরীব
মানুষ তুমি কেমন গো ভাই,
এটা দিয়েই হবে জরীপ।


আমল করো, সবর করো,
আমলই তোমার হবে সব,
রোজ হাসরের কঠিন দিনে
তোমার পাশে রবেন রব।