নগ্ন স্বাধীনতার স্বাদ পেয়ে গেছে যে,
তাকে বাঁধা যায় না কোন নিয়মে,
সে উড়ে আপন মনে,
সমাজ-ধর্ম, তার চোখের কাটা,
এসব যেনো উটকো ঝামেলা,
সে করে আপন সাহিত্য রচনা,
এটাই যেনো পবিত্র বাণী,
গায়ে জড়ায় যে পোষাক,
এটাই তার কাছে সভ্যতা-সালিনতা,
সে যদি হয় রমনী, তাহলে তো পোয়াবারো,
পুরুষের নষ্ট চোখের শিকার হয়ে,
নিজেকে মনে করে, এইতো জীবনের সফলতা,
এগুচ্ছি আমি সঠিক পথে।
অথচ যে জানে না,
গুণ যখন রুপের আশ্রয় নেয়,
তখন রুপই প্রাধান্য পায় জগতে,
এসব জেনেও সে বুঝে না, সরে না,
ফলতঃ রুপের পতন শেষে, সে বড্ড একা।