বসন্তের মধ্যরাতে বাতাসের শোঁ শোঁ শব্দে ঘুম ভেঙ্গে গেলে,
পুকুর পাড়ে ঠাই দাঁড়িয়ে থাকা হিজল গাছের নিচে,
একলা বসে মনে মনে বলতে থাকি,
বসন্ত, তুমি বছর ঘুরে আস বারবার
সে তো আসেনি, সে তো আসেনি কভু শুণ্য হৃদয়ে পূর্ণতা হয়ে।


কত ফাল্গুন কেটে গেছে,
ঝড়া পাতার কুড়মুড়ে শব্দের সাথে মিতালিতে,
আমের পাতায় পাতায় পূর্ণতা হয়ে থাকা কিছু মুকুল ঝড়ে গেলেও,
নতুন উদ্যোমে আবারো ফিরে আসে শীতের শেষে।


কত শত কামনা করেও তাকে পাইনি,
না দেখা, না ছোঁয়ার সে,
আসেনি ফাল্গুনের হাওয়া হয়ে,
সে তো আসেনি, কভু আসেনি।