ঘড়ির পেন্ডুলামে ফুরিয়ে যাচ্ছে আমার সময়
অন্ধ পাহাড়ায় ধংস আমার রাজ্য
তবুও নিরবতা;মানিয়ে নেওয়া সেই অপারগতা।


তোমার চাওয়ার কাছে আমি শুন্য ছিলাম
রোজ রোজ ধংস করছিলাম নিজেকে-
     তার সাথে তোমাকেও
তবে তুমি আজ মুক্ত;মুক্ত তুমি
ঘাস ফড়িঙের মতো।
তোমার পিছু ধাওয়া আর করব না আমি
উড়ে যেও নিজের মতো
পাহাড়ার ডাঙ্গাল খুলে দিয়েছি-
ঘুরে বেড়াতে পারবে মুক্ত তেপান্তরে
সবুজ ঘাসের ডগায় ডগায়।
কখনোবা নীল আকাশ থেকে রংধনু মাখবে;
গোধুলী রঙে রাঙাবে তোমার শহর।


আমার কাছে রংচটা স্বপ্ন থাকবে
নিমিষে হাত চানি দিবে মৃত্যু।
ভয় নেই বেচে থাকব-
ভাবছ কষ্ট দেখিয়ে কাছে আনছি?
না,তোমার শহরের প্রহরির কাছে
       আমি হেরে গেছি।
তাদের মৃত্যুর হুমকি;
রোজ রোজ এই মৃত্যু আর ভালো লাগছে না
তাই চলে যেতে ইচ্ছে হচ্ছে অন্য কোথাও।