হঠাৎ আবার ফ্রি'র অফার
জিওর ফাঁদে আঁঠার বাঁধন
নেটের গ্যাঁড়ায় আটকে পড়া
পিছলে গেলেই পড়বে কোপে সময় মেপে
সময় মেপে ঘোড় দৌড়ের বৃত্ত শালায়
বিত্ত মাপার মাপকাঠি কই
মাপকাঠি নেই মামতা বাজির
চি-চিৎকারে হচ্ছেটাকি?
ফাজলামি না, ফোরজী মশাই
দূরন্ত সব ফ‍্যানটাসি সেই ফেসবুকেতে
ফেসবুকে আর হোয়াট্অ‍্যাপে
বিশ্ব জুড়ে ক্লাউড ঝড়ের ঘুর্নিঝড়ে।


কোথায় তুমি! আর একটু নয় কাছেই এসো
নাগরদোলায় ভয় ধরেছে!
বিশ্ব ভ্রমণ করতে হবে বিষ্ময়ে তাই
হাত না ধরে, পাখনা মেলো উড়ার সময়।


আনলিমিটেড প্যাক ভরিয়ে
ঘর বারান্দা রাস্তা ঘুরে কথার পিঠে
কথার পিঠে পাখনা গজায়
পাখনা হলেই কথায় কথায় কথার অসুখ
কথার অসুখ! কথার ফাঁদে পা দেব না
কথার ফাঁদে পা দেব না যতই ভাবি
ভাবতে ভাবতে পিছলে পড়ি খুশির রঙে
পাখনা মেলে উড়তে পারা মনের​ পারে,
মনের​ তীরে নেই পরোয়া দিক নিশানায়
খুশির মেজাজ মুখের রেখায়
মেজাজ খানাই ছড়িয়ে রাখা মুখের ভাঁজে
একটুআধটু এলোমেলো হাসির বমক।


রাত-দুপুরে কিসের হিসাব জীবন মেপে?
ঘুমের ব্যাঘাত ঘুম কাতুরের
ঘুম কাতুরে রাস্তা পেরোয় জেব্রা দেখে
হা-হুতাশের দুপুর বেলায় সাবধানে ভাই
সাবধানে তাই পা ফেলে যায় মাটির 'পরে
মাটির 'পরে জন্ম যাদের
সেই মাটিকে প্রণাম করার শিক্ষা পেতে
শ্মশান ঘাটে যেতেই হবে!


ভাল্ লাগেনা মেঘ আকাশে
বিকেল আসে গতানুগতিক
চলছে শুধু দিন গুলো সব সময় মেপে,
সূর্য ওঠে প্রভাবশালীর সাত সকালে
নতুন প্রজেক্ট তাদের হাতে সব সকালে।