জীবনের শতধা খোলা পড়ে আছে
হওয়ায় উড়ছে হিসাবের পাতা গুলো
পতপত করে, অমিলের সংঘাতে
পাওয়া না-পাওয়া হারিয়ে ফেলে
এমন অট্টহাস্য!
লাভ লোকসানের মাঝে, তুমি কে?


শরৎবাবুর দেবদাসের দিন নামচা
তারই উপহাস
জীবনকে জীবনের মতো দেখতে চেয়ে
হিসাবেই পরিহাস!


প্রতি পাতার ভাজে পার্বতীও হাসছে
অর্পিতা ও অবলা পারুকে দেখে,
হায়! কতটা পথ পাড়ি দিলে
পথের শেষ হয়, সে উত্তর পেলনা পারু
অক্ষম অবশেষ থেকে|