'বঙ্গ-বন্ধু' যাত্রা দেখে
ফিরল ঘরে বঙ্গ-দেশ
পাস ফিরতেই শতবর্ষে
সেই স্বপ্নের বাংলাদেশ,
জাতির ত্রাতা দিয়ে প্রাণ
রক্ষা করে নিজের দেশ
তাইতো সে জাতির পিতা
হোকনা মঞ্চে যাত্রা শেষ!


কাহিনী ও আলোক চিত্রে
দেশের মানুষ একক চিত্তে
মঞ্চে আছেন শেখ মুজিব
ভরষার নাম আলা আজীব,
বাংলা ভাষার অমোঘ নেশা
জাগিয়ে প্রাণে অসীম আশা
স্বাধীন হওয়া নির্বিশেষ
জেগে উঠলো বাংলাদেশ!


নীতির মাথা ঊঁচু করে
প্রেমের সাগর পাড়ি দিয়ে
মুখের হাসি রেখেই মুখে
গড়ার ছিল নিজের দেশ
বিজয় গর্বে ন'তির শেষ
সম্ভাবনায় ভরা আকাশ
এই ছিল কি সেই দেশ!
প্রেমে বিভোর বঙ্গ-দেশ।


বুকের মাঝে আপন করে
বিশ্বাস আর আস্থা ভরে
ভাইকে রাখেন যত্ন করে,
ধারের ছুরি পিঠের পরে
এলো ধেয়ে আক্রোশ ভরে
এখানে জীবন যাত্রা শেষ
একই মায়ের একই দেশ
আহা! আমরি বাংলাদেশ!