তোমার হাসি দেখে প্রকৃতি হেসে ওঠে
নিজের খেয়ালে, ঐ ফুল বন হাসে
ঘাস বনে লাগে হাওয়া
বসন্ত আসে প্রকৃতির মনে।


বিজলীর আলো খেলে, তরঙ্গ বয়ে যায়
তুমি হাসলে চারধার খুশি ভরে যায়,
এ রকম মনে হয়- শীতে
সকালের রোদ লাগে গায়।


তোমার হাসির সুরে সুর মিলে যায়
প্রকৃতি খেয়ালী সখ সৃষ্টি প্রলয়
সুর খেলে ছন্দ ও তানে
উড়ে ফেরে মনের কাননে।


তুমি হাসলে, পড়ে থাকে যত কাজ
পৃথিবীর সব কথা শেষ হয়ে যায়
চেয়ে থাকি ফকিরের মতো
ছুটি নিই জীবনের রণে।