হঠাত যদি দেখা হয়ে যায় কোন এক বিকেলের ঠিকানায়
বলবেকি কিছু না বলা কথা একান্ত গোপনে পুষে রাখা
যদি জিজ্ঞাসাও কিছু থাকে নিরব প্রশ্ন গুলোর তালিকায়
খুলে দেবে আগ্নেয়গিরি সংকোচে চিপসে যাওয়া কথা


হারিয়ে যাওয়া বসন্তের আঙিনা ভরাবেই দখিন হাওয়া
হাসবে কি সেইখানে থেমে থাকা গোলাপ পাপড়ি খুলে
লাগবে কি বর্ষা ছিটার আনন্দ শিহরণ নিঃশব্দে পাওয়া
দুকুল ছাপিয়ে যাবে উছল ধারা আবেগের পাল তুলে


আমার কাছে উত্তর না থাকলে তুমি কি পড়বে ফেটে
রাগ করলে আমার সেই হাসিটা রাখব সামনে এনে
তবু তোমাকে আর ছোঁবনা অধিকার গেছে বলে কেটে
খুব বেশী হলে চোখ রাখব চোখে আনত সাহস টেনে


জানি অধিকার নেই বলে প্রশ্ন করব না মূর্খের মতো
তবু যদি বাধ্যতা স্মৃতির আড়াল থেকে প্রবেশ করে
নিরব থেকে সহনের প্রহর গুনব নির্বাক সময় যতো
আজও তুমি সেখানেই আছো সে দিন যেরকম ছিলে ।