কি করে ভাল থাকা যায়
ভাবনাটা নিরুপায়,
আবদ্ধ ভাবনায়
বড়জোর মধ্যাহ্নে সূর্য দেখা যায়।


সময়চক্র চলে অসময় সাথে
ভীষন ব্যস্ত সময়
ভাল থাকার মানে
খুজতে বসা ভালটুকু অপচয়।


আমিও ভাবি
সবাই ভালো আছে উপত্যকায়,
এখানে উপোসী সকাল নিসংশয়
স্বপ্ন সুখ হারায়।


অভূক্ত কর্মবীর
গুগুলে সার্চ করে কত লোক
রাজনীতি না খেয়ে নিতান্ত
হতবাক অসহায়।


মেয়ে সন্তান মানে যেখানে ভয়
বাবা-মা মৃতপ্রায়
পৃথিবীটা টাল খায়
নিমেষ যেখানে অলক্ষ প্রত্যয়।


জীবনকে কতবার পাল্টে নিই
চলার বলার পর্যটনে
অলক্ষে ও অনটনে
নিজেকে কোষ্ঠিপাথরে যাচাই।