কিসের শব্দে বাজছে মনে বেদনার সুর
সকাল হলো একটু আগে ভোরের পরে
তখন থেকেই মনটাতে সুর ভরলো এসে
অসুর বেশে অগোছালো আনমনা সে
শক্ত পাথর মনটাতেও শক্তিহীনার সুক্ষ্ম
আঘাত নরম পলির গন্ধ মাখে!


গলতে থাকে জলের সাথে বিকার গুলো
যাচ্ছে ভেসে ঐ যে দেখ ভাসছে ফসিল
সারা শরীর ভিজেই গেল ঠান্ডা জলের
প্রক্ষালনে, নগ্ন শরীর নগ্নতাহীন নির্মলতায়
স্বচ্ছ এখন, বিরাগ ঝিলের তলায় পড়ে
উদাস ভাবে তাকিয়ে আছে এই আকাশে|


এমনও হয়! যে কথাটা ভুলেই গেছি
ভুলতে পারার সক্ষমতায়, খোলস ছেড়ে
অনেক দূরে হাপিত্তেসের বাঁক রেখেছি
স্মৃতির পারে যেখান থেকে পিছন ফিরে
দেখতে চাওয়া অবাধ্য নয় অসাধ্য ও
সেইখানেও তুই চলে যাস অবাধ্য মন!  


সকালের মেঘ জলের সিন্ধু ধরেই রাখে  
জীবনের গান নরম রোদের রশ্মিজালে
ভালবাসার ছোট্ট কুঁড়ে দোচালাতেই আঁটো
ছিল স্বপ্নের রামধনু সুখ, আম বাগানে  
ছায়ার সাথে মিষ্টি বাতাস ঋদ্ধ আমার
জীবন সেতুর হা-হুতাশের অলক্ষ্য সুর|