এমন আগ্রাসী খিদে ভিখারীর নেই
অভিনয় ছাপিয়েছে আসলের খেই
ভিখারীর খিদে পেলে চে'নিয়ে খায়
সম্মান আছে তার সে কথা জানায় ।


দারুন অভিনয় করবো দিগ্বীজয়
ছেঁড়া ফাটা জোড়াতালি চাই জয়
ক্ষুধাময় ভাষা মানুষের অনাহার
উদর পোড়া গন্ধ সামনে আহার!


হাসতে যে চেয়েছিল তাকেই হাসিয়েছি
খোলা আকাশের তল সাক্ষীও রেখেছি
পোশাক খুলে রাখি লজ্জ্বাটা অকারণ
পেট নিয়ে খেলছে পেট-ভরা ব্যাকরণ।


এমন আগ্রাসী খিদে দেবতার ভাগ্যে
অভিনয় ছাপিয়েছে নকলের খাদ্যে
শত মত শত পথ একথাই জানতাম
জনগন মূর্খ্য যে, এমনই ত মানলাম।


হাততালি পেয়েছি আর কত তালি চাই
হাত'ই দেখলাম আগে আর পিছে তাই
নিধিরাম ভোটারের হাঁদারাম ভয়টাই
তাড়িয়ে পগার পার করবেযে চিন্তাই।


খাইনি অনেক দিন ভোট-খিদে এতটা
জনগন খেয়ে দেখি মিটবেকি খিদেটা
ভালোবাসা খিদেহীন মানুষের কাছে
তাই নিয়ে সত্যটা একা একা বাঁচে।


জনমত যা আসে ভাই ভাই মতভেদ
ঘরটা গড়তে হবে যতটাই হোক ছেদ
বুকভরা ভালোবাসা আছে কত দ্বন্দ্ব
জাগাবই ভুলে থাকা বাঙালীর ছন্দ।