আবার পাঁচ
                   - ছয় -
হেরেছি শতবার তবু যে লজ্জ্বায় মরিনি
একবার জিতে এসে পরিতাপ ছাড়েনি।


                       - সাত -
একটা তাজমহল বানাবো খুশি করতে তোমাকে,
এদিকে বর্ষা আসার আগে ঘরনী ঘরামি ডাকে।


                        - আট -
পরিচয় মুছে ফেললে পরিবর্তে 'আমি' পাব?
তবে থাক, থুতু ছেটাবে না ছবিটাতে অন্তত।


                          - নয় -
গাঁট-ছড়া বাঁধার পরে জানলাম যে কথা
আগে যদি জানতাম, কত কমতো ব্যাথা?
নিয়ত্ যে ভাবেই আসে, বাঁধন মানেনা
নিয়ম বানালেও অনিয়ম পিছু ছাড়েনা।


                          - দশ -
তোমাকে বোঝাব সে বুদ্ধি কোথায় পাব?
রাস্তা আটকে বসেছ, যেতে দিলে ত যাব!