হয়তো অস্পৃশ্য থেকে যাব সব দিন
সব কিছু থেকে দূর এক অন্তরাল নিয়ে
তোমাকে ছুঁয়েছি বলে ধৃষ্টতা তুমি দেখাতে পার
আমার ছোঁয়ায় তোমার উত্তরণ দেখতে পাওনি।


নত হয়েছি মাত্র, আপস করিনি এক তিল
ভব্যতা দিয়ে বোঝাতে চেয়েছি শালীনতা;
বন্যতা নিয়ে আঘাত করেছ বার বার
আমাকে অস্পৃশ্য তুমি করেছ ছলে বলে।


সীমায়িত স্পর্ধার অর্থ বোঝনি সেদিন
সাক্ষ রেখেছ অজান্তে এই বুকে উদ্ধ্যত
ধারালো ছুরির ক্ষত, দগদগে সব ঘা
থাক তা, রেখে দেব অক্ষত সব দিন।


হয়তো দেখাতে চাইনা বলে লুকিয়ে রেখেছি
বর্ষা টলটলে নির্ঝর, বাষ্পায়নও অবরুদ্ধ
ঢালু পথে জীবন বইয়ে দিয়েছি অনায়াস
সময়ের দ্বারে রেখেছি তোমার বোধোদয়।