অন্তহীন সময় নিয়ে বসে আছি
তোমাকে দেখব বলে একবার পুনঃ
প্রতিক্ষন যত্নে ধরা অপরাধ নিয়ে
প্রতি উত্তর নেই যে প্রশ্নের,
অপেক্ষা নয় তবু থাকি আনমনা ভুলে
পথ চেয়ে দেখার আশায়।
ভরা থাক সুখ, আরও সুখে থাক চিরদিন
ভোরের স্বপ্ন হোক অনাবিল সত্য সাবলীল,
তার মাঝে অধমের ঘুমভাঙা দেখনা আর
প্রলাপ যতই হোক হৃদে মেঘ ভাঙা।
বর্ষা হোক ধুয়ে যাক ধরা, ছুঁয়না ক্ষত
যে ক্ষত রয়ে গেছে পিছনে, থাক সে
সেখানে ছাতিমগাছ থাক ছাতা ধরে
পেছনে দেখতে নেই পিছু ফিরে ফিরে;
আমি শুধু দেখি মেঘ ডাকে অবেলায়।
ঘেনঘেনে বর্ষাটা ছিটাফোঁটা অবিরাম,
মনের পরিধি যায় বেঁকে সীমা রেখে
চলে পথ তোমার অঙ্গন দেখে ভুল করে
কিসের আশায় বুঝি এখানেই থেমে যেতে চায়
থমকে সময়, তবু চলে থেমে যেতে নেই তাই
কিছু দায় নিয়ে বিদায়ের আগে।
সেখানেও পরাজয় হয়তো দাঁড়িয়ে
জানি না এখনো, শুধু দায়ের বোঝা নিয়ে
বিমুখ জীবনে সরে থাকা ব্যস্ত থাকা জানি।