ভিজবো বলে কবে থেকে বসে আছি
অবরুদ্ধ ভেজা ভাবনা নিয়ে, গুমরে উঠি
ভেতরে মাটির ফাটল চাতকের আকাশ চাওয়া
অন্তরে পলির পাথর জমা, আমাকে ভেজাও কাদা করো,
এসো বর্ষা আমাকে ভেজাও
এভাবে ভিজবো আমি আমাকে ভেজাও।


'ভিজো না জ্বর হবে......'
জ্বর হবে! কতো জ্বর হবে?
প্রশ্ন করিনি, ভেজা তাই হয়নি বোধায়
ভিজব একদিন যেদিন হবেনা জ্বরভয়
বর্ষা হবে মূষল বেগে এেঁকেবেঁকে ভেজাবে আমায়।


এক জামা এক প্যান্ট ভিজবো কি করে
স্কুলের প্রথম প্রহরে কেন এলে?
আগেভাগে আসতেই হলো!
স্কুল শেষে এতো কাজ কি পড়েছিল
তখন এলে আমি দুহাত তুলে উপরে
আনন্দ ভিজিয়ে নিতাম
তুমি আসবে ছুটির পরে একদিন
আমি ভিজব ঠান্ডা ও নির্মল হতে
অন্তর-বার নিয়ে বসে আছি ভিজবো বলে।


আমাকে ভেজাবে বলে এসো বর্ষা
খোলা আকাশের গা বেয়ে এসো
সাথে তারাদের কিছু স্বপ্নও নিয়ে এসো
আমার স্বপ্ন গুলো হারিয়ে গেছে ভুল ঠিকানায়
আকাশের কাছে খুশিও চেয়ে এনো কিছু
দুঃখের দিন গুলো শুধু অগুন জ্বেলেছে
এসো ভেজাবে আগা-পাস্তলা
ভিতরে নেভাবে আগুন, ধিক্ ধিক্ করে
জ্বলে পুড়ে খাক হয়ে আছে
ভিজবো একদিন সব খুশি নিয়ে সারা বেলা।