মেঘের প্রতিজ্ঞা ছিল বর্ষা এনে দেবে
সে সমুদ্র পাড়ি দিল সঙ্গে নিয়ে
ঘন তমসাচ্ছন্ন ভোরের স্বপ্ন সমাহার।


সমুদ্র নুন রেখে বুকে, দিল স্বচ্ছ জল কণা
নিজের যে টুকু শুদ্ধ ধবল-ঘন প্রাণ
শীতল জল দানে বর্ষাকে অভিনন্দন।


দখিনা বাতাস ছিল রুদ্ধ শ্বাস নিয়ে
বর্ষাকে সামনে দেখে দৌড়ে আলিঙ্গনে
সমুদ্রদেয় বাষ্প-কণা সঙ্গে বয়ে আনে।


আকাশ রেখেছিল অসীম শূন্যাধার
মেঘের প্রতিজ্ঞা বরাবর
সেও নিজেকে দিল করে উজাড়।


বর্ষা, তোমার পথে ফুল ছেটাব...
প্রকৃতি বলেছিল বারবার
কৃষ্ণচূড়া নিয়ে অপেক্ষা ছিল তার।


আশীর্বাদের সমস্ত সম্ভার
নিয়ে বর্ষা এলো জীবনের এই পার
পৃথিবী শান্ত হলো বিরহের কাল পার।