সারল্যে ভরপূর নিস্পাপ মন
আলোক উৎস মূখে দেবত্ব স্বাদে
খুশি ভরা দিনে ইচ্ছে আহ্লাদী
উন্মূখে মেলে ধরা ফুলঝুরি তন
দেহের প্রবেশ দ্বারে মনটা বিদেহী।


ঢালুতে গড়িয়ে যাওয়া বিপন্ন ক্ষন
চড়াই উতরাই বেলাভূমি খাদের গভীরে
কত পথ সযত্নে সাজিয়ে চলে ভেলা
বাইরে প্রহরী জানে শুধু রাত্রিবেলা,
শ্রাবস্তী কারুকাজে সুখী আলবেলা।


মন্থনে সর্ব-জ্ঞানী অভ্যাসের দাস
ভিতরে লুকিয়ে রেখে অমৃত-ধরা
উদ্ধত চূড়াতে বাঁধি দৃষ্টী সীমানা!
বোধের এপারে থেকে সুখ খুঁজে ফিরি
অমৃত মন্থন করে পান করি সূরা।