আর কত দিন দেখব
শুধু মুক্তি পাওয়ার স্বপ্ন খানা!
যার মুক্তি তার ঠিকানা
ঠিক হলো না ভুল হলো?
দায় দায়িত্ব কে আর নেবে
মধ্যবর্তী বধির মশাই
কাজ খানা ভালই নিলে
বুদ্ধি খরচা মূলধনে তাই
তোমরা হলে ভদ্র মানুষ
করদাতা সব যা-ইচ্ছে-তাই!


মধ্য মানব সামলে রাখ
ভোটের হিসাব ভালো কথা
নিজের হিসাব দেখাও না,
তোমার বুঝি ভুল হয় না?
যার পয়সায় মুক্ত খাওয়াও
তার দিকে একটু তাকাও
সে খাচ্ছে কি না,
খাওয়ার সময় পাচ্ছে কি না সেটাও দেখ
কাজের ফাকে যা বা খেলো
হাজার রোগের শিকার সে যে
তাদের অর্থ মুক্ত বিলাও
তারা বুঝি পাপের বোঝা?
~*~*~*~
** বর্তমান কর ব্যবস্থায় করদাতাকে প্রায় ৬০ শতাংশ কর দিতে হয়, তারপরে সামাজিক ও অসামাজিক দায়বদ্ধতা পূরণের পরে অবশিষ্ট অংশে নিজের  পরিবার, স্বাস্থ ও সম্মান রক্ষার অবসর আসে।