ভাবতে বসে ভাবনা নিয়ে গোলমেলে-ঐ
রাস্তা খানাই পাল্টে ফেলে মুসকিলে-থৈ।


জোকার বলেই হাট করেছি দাঁত কপাটী
যেমন হাসাও কাতু-কুতু পরিপাটি,
তোমার কথায় দিন-রাত-এক বসি উঠি
তোমার মুখে ঐ হাসিটাই তো-উপরি,
লোডসেটিংএ তোমার মুখে যত আলো
শুষেই নিল বুর্জোয়া রং নষ্ট কালো;
বেশ করেছ আমায় নিয়ে ব্যাবসা খানা
সুযোগ মত আবার বসো নেইকো মানা
মানায় মানা সুযোগ গেল দুর্যোগে হায়
গালের থেকে মাথায় ওঠা হাতটা প্রায়,
লাফ-ঝাপটা কম হলেই দেখায় ভাল
চুন থেকে পান খসলেই কতই গেল!


ধরবে আমার গলার টুঁটি হাত রাখবে পিঠে
রাজ-নেতি দূর্গন্ধ হোক, স্বাদ লাগবে মিঠে!