শীতের রাতে খেজুর গাছে
যে রস আছে বাংলা দেশে,
কোথায় গেলে সে রস পাবে
ভালবাসার মিষ্ঠি স্বাদে!


হাজু দাদার আলিঙ্গনে
মাথা নোয়াতো খেজুর গাছ,
তীক্ষ্ণ দা’য়ের সুক্ষ্ম তা’য়ে
হাজুদাদার ভালবাসা
নলিন দেওয়া প্রথম প্রেম।


বিন্দু বিন্দু ফল্গু ধারা  
জমতে থাকে রাত্রি সারা
খড়ের আগুনে জ্বালিয়ে নেওয়া ভাঁড়ে।


সেই সকালের রসের আকর
খেজুর পাতার আঁচে
নানা ফুটের ভাঁজে ভাঁজে
এক প্রহরের সময় নিয়ে
তৈরী হতো সু-গন্ধে সুখ
ছড়িয়ে যেত বাতাসে দূর  
নলিন দেওয়া খেজুর গুড়।


***হাজুদা ছিলেন এক জন নামজাদা ‘সিউলি’,
      তাঁর স্মৃতিতে সমর্পিত