তোমাতে আমার
ভালোবাসা নামে সুকুমারী তাপ
           দুদিনের বেশী না,
                        সময়ের যাতনা।
মাটির ভাঁড়ে
খেজুরের গুড়ে তেঁতুলের ছড়া
            স্বাদে নেই তুলনা,
                         বিপন্ন বাসনা।
প্রজাপতি ওড়া
নিরীহ সকালে আইবড়ো দিন
           যুদ্ধের দামামা,
                   খেসারতী সাধনা।
ফানুষ ওড়ানো
মানুষ, রাখে মাথার উপরে পা    
          ক্ষমিয়া সান্তনা,    
                     নরকের যাতনা।
ভালোবাস যদি
হৃদয় পুড়িয়ে খাঁটি সোনা হতে
        শরীর জ্বালাতে না,
                           হৃদয় যন্ত্রনা।
জীবন মঞ্চে
বিপননে গাঁথা সাজানো গল্প
         হাসি আর বেদনা,
                 ডালিম ও বেদানা।