এরপর তোমার ভাল থাকার কথা ছিল
ভাল থাকার প্রতিশ্রুতি ছিল প্রত্যয়ে
সেই বিশ্বাস টুকু ছাড়া
আর কিছু নিইনি সেদিন
তোমাকে চাই, বলার সুযোগ দিলে কই?
তবে কেন আজ আরও একবার
প্রতিশ্রুতি ভেঙ্গে গেল!


বার বার নিজেকে ভেঙ্গেছি
খান্ খান্ করেছি স্বপ্নের​ ভোর,
শিরদাঁড়া শক্ত করে
সত‍্যের মুখে দাঁড়িয়ে
প্রতিবদ্ধ প্রতিশ্রুতি নিয়ে
ভালোবাসা বেঁচে ছিল
তুমি ভালো থাকবে জেনে.......


আজ এতো বছর পরে
দূরে বসে তোমার খবর জেনে
আবারও ভেঙে পড়তে চাইল
                   আস্থার অবশেষ;
সেদিন তুমি ক্ষমা করোনি বলেই
ভাগ্যের​ পরিহাস​ মেনে
             আজ প্রতিশোধ নিলে!


দীন ভাবনার শিকার যে সবদিন
সেদিন যোগ্য ছিল না হয়তোবা
            আজ যে অধিকার নেই
অক্ষমতার এ-হেন অজুহাতে
ভালোবাসার পূর্বাপর বেঁচে আছে।


তুমিও জেগে আছ ভীষণ একান্তে,
পাহাড় প্রমাণ ভালোবাসা
                    নূয়ে পড়তে পারে না
গিরিখাতে বইয়ে দেয় ঝর্ণা
           অন্তরালের​ একান্ত নৈঃশব্দে।