সাওমের দিন গুলো সংযমে রাখা থাক
শৃঙ্খলা দিয়ে গড়া প্রতিক্ষণই অনুভব
সুহুর থেকে ইফতার ধরেছি কৃপা তাঁর
দয়া ভাব ধর্মের হৃদয়ের অঙ্গীকার।


ত্যাগের অনুশাসন আত্মা শুদ্ধিকরণ
নরক-দ্বার রোধে যত বাধা নিবারণ
স্বর্গের দ্বার খুলে স্বাগত করে দেখি
আলো সব জ্বলেছে আঁধার নেই বাকি।


উদাসী হোক মন, উপসের আশীর্বাদ
ঈশ্বর জাগায় চিত্ত মনে তাই আল্হাদ
নতুন চাঁদের মুখ চাঁদপনা মুখে দেখি
হলাহল দূরে থাকে বিভেদকে ভুলে থাকি।


দয়া পরবশ সেই আল্লাহ্'র দরবারে
শুদ্ধ আচার মেনে কোরান পাঠ করে
তরী তাঁর বেয়ে যাই জাকাত সাথে করে
নদী সেই পার করে জীবনের পরপারে।
         ~*~
কবিতাটি একটি প্রয়াস মাত্র ধর্মীয় ভাবাবেগের ঊর্ধ্বে, তবু যদি অজ্ঞাতে ভুল হয়ে যায় তার জন্য ক্ষমা প্রার্থী।  কিছু শব্দ আমি যেমন জেনেছি তার অর্থ নিম্নরূপ:
১.সাওম= ভোর থেকে সন্ধ্যা উপবাস বা রোজা রাখা।
২.সুহুর= ভোরের আগে খাওয়া।
৩.ইফতার=সন্ধ্যার পরে রোজা ভাঙ্গা বা খাওয়া।
৪.জাকাত=দীন দরিদ্রদের মধ্যে আল্লাহ্'র অংশের আবশ্যিক বন্টন ও সেই ভাবনায় উদ্বুদ্ধ করা।