এসেছিলাম আমি পৃথিবীতে…..
স্বস্তির একটু নিশ্বাস নিতে,
ভালোবাসা মনের বিলিয়ে দিতে
সর্বস্তরে, মনের মতন একটি মন পেতে
ঘুরে বেড়িয়ে, সময়কে ঘুচতে।।


হেসেছিলাম অজান্তে, শৈশবের সেই দিন
আপন ছিলো তো সবই তখন, বাজতো কানে বীণ;
আমায় নিয়ে কাড়াকাড়ি ছিলো, মুখটি করে সবাই মলিন,
ধরা ছোঁয়ার তাই বাইরে ছিলাম, চোখে লাগিয়ে দূরবীণ।।


মন খারাপের সময়গুলো; আমার কৈশোর,
কাজের নামে পাড়ি দেই পথ, আঁধারে ধূসর;
শিক্ষা আমি নিজেই পাই, ভুলে গিয়ে বাসর,
তাই, মেতে থাকি একাকীত্বে, জমিয়ে সাদাকালো আসর।।


যুবক আমি..... এখন ভাবতে পারি,
উপযুক্ত হয়ে ওঠার আগেই শুরু করেছিলাম কাড়াকাড়ি,
রাগান্বিত মাথায় লোকের কথার উত্তরে দিতাম, ঝাড়ি,
অবশেষে বুঝে উঠি, আমিই বাড়াবাড়ি;
সবাই যে আছে ব্যস্ত হয়ে, সুখী হতে তাড়াতাড়ি,
চড়ে বসে সুখ খোঁজে, সাজিয়ে রঙিন গাড়ী।।


বৃদ্ধ হলে.... যাবোই তো মরে,
চার পায়া এক পালঙ্কে চড়ে,
আমার আত্মা শুধু যাবে সরে,
তাকিয়ে দেখবো ঘরে ঘরে
জানাবে বিদায় সবাই ব্যথার স্বরে;
উৎসর্গ হবো হয়তো মাটিরই তরে,
চলে যাবো তখন আমি, এই মানব দেহ ছেড়ে।।