ঝড় বৃষ্টির এক সন্ধ্যা,
সারাদিন একা একাই শুয়ে বসে
কেটে যায় দিন হিসেবের সব ঘন্টা।
অবাক করে দিয়ে হয়ে গেলো
আমার বানানো রাজকন্যা’র সাথে দেখা,
যদিও ছিলো না কোন অপেক্ষা।।


হয়নি কথা। তাতে কী??
সে’তো ছিলো একা,
দেয়নিতো কাউকেই ধোঁকা,
তবুও তো এক পলক আমি দেখেছি তার চোখ;
মুখে হাসি, যদিও ছিলো মনে বুক ভরা শোক,
এ’তো নয় কোন অসুখ!!


হয়নি ছোঁয়া!! তাতে কী??
রাজকন্যা সে, দিতে চায় না কাউকেই ফাঁকি,
আমি মনে মনে তার ছবি যেনো যাই শুধু আঁকি।
বসেছিলো সে আনমনে, বুকে হাজারো কষ্ট নিয়ে,
বলছিলো সে কথা যাকে, সুরের মাঝে বাঁধা রেখে,
আমি শুধু গুণেই চলেছি, রাজকন্যার মায়া ঝাঁকে ঝাঁকে।।


হঠাৎ শুনি, ব্যস্ত যখন আমি –
থেমে যেনো গেলো সব কথার কান্না,
থমকেও গেলো সব হাসির বন্যা,
যদিও তখন ছিলো না ঘরে কিছুই করা রান্না;
উড়ে গেলো, ফিরে গেলো নীড়ে,
খুঁজে দেখি_____ নেই আর রাজকন্যা।।