যখনই শুনি টিনের চালে
ঝরছে বৃষ্টি টাপুর টুপুর, অবিরাম শব্দময় তালে।
তোমাকেই যে শুধু পড়ছে মনে,
অনেক অনেক বার অহেতুক চোখে
কেনো ভেসে আসছো… যে উত্তর
তোমার আর আমার কারো কাছেই,
বেড়ে গেছে যে দূরত্ব, দুজনই আছি
দুই মেরুর দুটি দ্বিখন্ডিত প্রান্তে।।


ঐশ্বর্য ছিলো অনেক, প্রাচুর্য ভরা;
নিজেই নিজেকে ব্যবহার করে,
চেয়েছিলাম ভোলাতে কষ্ট যা ছিলো তখন,
পাশেই থাকতো বন্ধুমহল,
ভেবেছিলাম ওরা হবে টহল,
কিন্তু যখন ইতিকালে এসে দাঁড়াই
হন্যে হয়ে খুঁজে ফিরি,
এক ফোঁটা জল।।