অনুভূতিগুলো শুধু শুধুই
না জানি কেনো
উৎফুল্ল মনে করছে জ্বালাতন,
মাতাল বেশে ঠিক পাশে
মূর্তি ঠেসে আমি বসে, অজান্তে
কোন এক উদ্গ্রীব দেহের উষ্ণতার খোঁজে।।


আকাশ, হঠাৎ করেই যেন
চারপাশ অন্ধকার ভরিয়ে দিলো
মেঘে মেঘে বজ্রপাতের তীব্র হুংকার,
কিছুতেই যেন মানছে না আমার
মন ভরা সব কথা, যা শুধু
বয়ে বয়ে আমি সবখানে বেড়াই,
দেশ থেকে অন্য দেশে,
সুযোগ পেলেই বলবো যে ভাবি;
তখন যেন কোন কথাই
আমার মুখেতে না আসে!!