অবহেলায় তোর, আমি হারাচ্ছি বোধ,
কিছু বললেই তুই হারিয়ে যাস
এ কেমন তোর প্রতিশোধ??


কল্পনার রাজ্যে, তোরই প্রাসাদে
পরেছি আমি তোর আদুরে হাসির ফাঁদে,
বুঝে উঠতে পারি না, মিলবে দেখা
কবে, আর কতকাল বাদে!!


একটু অনুভবের আশায় তোকে,
বেধেছি না হয় শতো আশা এই বুকে,
তবুও তুই; আমায় বুঝে ভুল,
তখন যেন আমি খুঁজে পাই না কোন কুল।
মন আমার নিয়ে যায় টেনে,
শুধু তোর কাল্পনিক ছায়ার বনে।।


জানি তুই, ভালোই আছিস,
আমি কে? কোন সে পাগল!
এই ভেবেই হয়তো তোর মনে
নেই কোন মান যে আমার সনে।
সত্যিই তাই, আমি ভেবে চলি
তোর আগমনের প্রতীক্ষা, প্রহর গুনে গুনে;
আপন ভেবে একা একাই,
এখন বুঝলাম –
তোর নেই কোন আলোড়ন
কী ভেবে কে জানে???