সবাইকে সুখী দেখতে চেয়ে আজ
নিজেই আমি যেন নিজেকে ভাবি এখন অসুখী,
সুখ পেয়ে সবাই আজ
রাখে আমায় সরিয়ে দূরে দূরে,
হয়তো ভেবে, নষ্ট হবে সুখ তাদের
কর্ম যে আমার – ভবঘুরে।।


সুখ-কে জড়িয়ে কেউ টেনে নেয় না কাছে
ভেবে এই, সুখের মাঝে তাদের যদি আমি
বাঁধা হয়ে দাঁড়াই,
ভেঙে গোপন রসের কড়াই!
কেউ ভাবে না...
আমি’তো চেয়েছি দেখতে সকলকে সুখী;
তবুও, কেন তবে এড়িয়ে যায়?
বন্ধ তাই রেখেছি আমার আঁখি।।


টাকায় কেনা সুখের বালিশে,
ঘুমিয়ে শুধুই, কার কোন নালিশে?
আমি না হয়, ভবঘুরে এক আলসে –
প্রতিনিয়ত নিজেরই ঘিলু, যাচ্ছি খুঁটিয়ে লালস্যে।।