শুধু কল্পনাতেই,
কেন এসে খেলা করো?
কেনো’ই বা এসে বাঁধলে বাসা
আমার এ ধূ ধূ মরুর মনের ঘরে?
আবার তবে, ফিরে কেন গেলে
আমার শুণ্য খাঁচা চ্ছিন্ন করে?
আমায় একা ফেলে কেনো
তুমি কোথাও ভিন্ন হলে??


আজ আমি তারা গুণি
একাই বসে, তাকিয়ে শুণ্য আকাশে;
শুধু তোমারই যে শুণ্যতা!!
কোন যে আকাশে হেঁটে বেড়াও
খুঁজি আমি ভেসে, মেঘে মেঘে।।


অপেক্ষায় থাকি রোজই আমি,
তাকিয়ে থাকি চোখ মেলে –
শুণ্য নদীতে জল যে শুধুই খুঁজি,
হারিয়ে ফেলে সব পুঁজি;
জীর্ণ বর্ণ ধারণ করেছি,
পথ পারি দেই একাই, সোজাসোজি।।


একদিন হবে নদীটির বুকে
এক শুণ্য মৃত মরুভূমি,
তখন হয়তো দেখবো তোমায়
জল ছিটিয়ে চাইছো জাগাতে
নদীর বুকে জোয়ারের ধ্বনি;
পারবে না আসলে কিছুই তখন আর
করতে শুধু তুমি।।