অনেক অনেক দিন আগে
এইখানটাতেই ছিলো আমার মন-প্রাণ জেগে,
সবুজে মেতে, নীলাভ ধোঁয়াটে নেশাময় আবেগে।
শুধু শুধুই, যাই যে কেনো আমি রেগে?
জেদ সব করবো বিলীন, যা আছে ভাগ্যে।।


শিশির ভেজা ঘাসে, একটু হেঁটে খালী পায়ে;
শিহরিত হয় মন, উষ্ণতা গায়ে জড়িয়ে নিয়ে।
ডাকছে পাখি, সবুজ রঙা টিয়ে
যাচ্ছে উড়ে আকাশে মিলিয়ে, আমার চোখকে ধোঁকা দিয়ে;
পণ করেছি তাই, করবো না’কো কোনদিন বিয়ে!!