চার দেয়ালে বসবাস
চোখ লাগিয়ে স্বপ্ন হচ্ছে চাষ,
শুধুই অভাব অনুভূতির....
সেই ভাবনায় যায় যে কেটে
কতো না বছর,
কতো কতো মাস।।


হারিয়ে গেছে আজ যে আমার
মনের সব লুকানো অনুভূতি,
হারিয়ে গেছে কোথায় আমার
তোমার জন্য অপেক্ষা??
হারিয়ে যাইনি তো শুধুই আমি
এই যে দেখো দাঁড়িয়ে
তোমার চোখে চেয়ে,
হারিয়ে গেছে আজ ভাষাগুলো
যা ছিলো শুধু তোমাকে বলার।।


কল্পনার রাজ্যে ঘুরে ফিরে আজও
খুঁজি তোমায় বাঁকে বাঁকে,
স্বপ্ন রোপনে ব্যর্থ হয়ে
মেতে উঠি যুগের নেশায়;
একলা ঘরে ক্লান্ত আমি
সুর বাঁধি গানের ভাষায়,
কোলাহল থেকে নিজেকে সরিয়ে
গেয়ে যাই গান আমি, ভ্রান্ত হবার আশায়।।