চোখ বুজলে ঘোর আঁধারে
কীভাবে এই অজ্ঞাত দেহ
কেন দেখতে পারে স্বপ্ন?
হাজারও ভেবে, পেলাম না আজও
রয়ে গেলো সব হয়ে ধাঁ ধা-ময় প্রশ্ন!!


ঘুম ভেঙে গেলেই, দেহ জেগে হয় সতেজ;
প্রশ্ন মনে, পরিশ্রম না করেই বা কেন
ক্লান্ত হয়ে যাই, ছাড়তে বিছানাপত্র?
নিদ্রাযাপনে আমাদের এই প্রাণ তবে
কোথায় চলে যায় মুহূর্তের মাঝে,
কেন’ই বা অজান্তে,
ভাবনা গুলোকে করে ভ্রান্ত,
কোন সে অন্ধকার প্রান্তে??


মন খুলে আনমনে, বলি কতোই কথা;
ভেবে পাই না একে একে
এতো বাক্য, প্রতি ক্ষনে ক্ষনে
কে দিচ্ছে সাজিয়ে? কোন সে স্বত্ত্বা??
অনেক ভাবনাই যে মাথায় আজ করে চলে খেলা,
নেই যে এর কোন উত্তর এই মানব সমাজে,
অন্যদিকে;
আরো যতো আছে সমাজ, বনে বাদাড়ে,
বোবা হয়ে চলে ফিরে,
কীভাবে তবে এরা কাটায় দিন
না গুনেই, বাঁকে বাঁকে।।