রাতের শেষ প্রহর….
দেখছি বসে, দূরের ওই কৃত্রিম শহর।
আলো জ্বলা হরেক রঙা,
শুরু যেখানে শহুরে ডাঙা,
ইট-পাথর অবিরাম সেথায় হচ্ছে ভাঙা।।


ভাবছি বসে, খুঁজতে গিয়ে আলো
হারিয়ে ফেলেছি আজ, অন্ধকারে কালো;
এই নয় কী ভালো??


বৃক্ষরোপণ করার ছলে,
টাকার নানান খেলা চলে
হাতের মধ্যে অজস্র কৌশলে;
একেই নাকি উজ্জ্বল ভবিষ্যত বলে।।


লেখাপড়ায় আজ পুরো দেশ মুখোর,
মুখস্থ বিদ্যায় আজ হচ্ছে জাতি তুখোড়।
নিজের ভেতরের জ্ঞান সব
পড়ে থাকে যেনো হয়ে এক গুজব;
দুনিয়া এখন কতোই না আজব!!
অন্যের মাথা নিজের মধ্যে পুড়ে
নিয়ে চলছি আয়-ব্যয়ের শিক্ষা, টাকারই জোরে।।


ধর্মের নামে চলছে আজ
টাকা আয়ের  কৈফিয়ত বিহীন রাজ,
বিধাতার নামে চাইলে টাকা
সবাই যে রাজী হতে ফাঁকা,
লোভ-লালসার রাস্তা??
এ যেন টাকার ভেতরেই আছে আঁকা।।