কেমন যেনো এক অদ্ভুত অনুভূতি,
জেগেছে প্রাণে, হৃদয় অতলে!
কল্পনায় আঁকছি ফেলে আসা ভালোবাসা,
ছিড়ে ফেলতে চেয়েও, পারি না ছুঁড়তে;
ঘুরে ফিরে কড়া নাড়ে, পাথুরে মনের এই ঘরে।।


ভাবছি আজও, সেই লুকিয়ে দেখা সন্ধ্যা
বাঁশ বাগানে, পুকুর পাড়ে,
চাঁদের আলোয় ঘিরে থাকা কতো অন্ধকার,
কাটিয়েছিলাম, ছুঁয়েছিলাম, জেগেছিলো শিহরণ!!


হঠাৎ আমি হারিয়ে গেলাম,
দেশ বিদেশে আলোড়ন ছড়ালাম
ভুলে গিয়ে সব স্মৃতি আমি, বিনোদনে মত্ত হলাম।
ফিরে আসি বুঝতে পেরে,
জানতে পারি এসে, পর হয়েছো শেষে।।


ভুলে গিয়ে শিখেছি আজ,
ভুলে গেলে যায় যে হাত,
রাঙিয়ে তোলে মেহেদীর সাজ;
চলে যায় দূরে, ফেলে শুধু মায়া,
তুমি আমি সব হয়ে যাই নিকষ ছায়া।।