আমি একটি গাছ লাগাবো
একটু জায়গা চাই,
সব পাশে যে বসত ভিটা
খালি জায়গা নাই।


ফসলি সব জমি গুলো
বালু ভরাট করে
কারখানা আর অট্টালিকা
উঠছে শুধু গড়ে।


আসবে যত নতুন শিশু
নতুন ভবের ঘরে
বৃক্ষ বিহীন এ জগতে
বাঁচবে কেমন করে?


বিরাণ হলে চারণ ভূমি
লীন হবে গবাদি
জমি যদি না ই বা থাকে
কি হবে আবাদি?


বৃক্ষ হলো পরম বন্ধু
পরিবেশ বান্ধব
বৃক্ষ হীনা প্রাণিকুলের
বাঁচা কি সম্ভব!


আমি একটি গাছ লাগাবো
একটু জায়গা দাও
আমায় দিয়ে অরণ্যটা
তোমরা শহর  নাও।


বৃক্ষ রোপণ করি এসো
সবাই একটি করে
বাঁচার মত আবাস গড়ি
সবুজে দেই ভরে।


সবুজ হলো প্রাণের খোরাক
সবুজ নিয়ে বাঁচি
প্রাণ প্রিয় এই ভূবনটাকে
সবুজ দিয়ে রচি।


**********