হিম রাত গোলে
ডাইরির পাতায় উঠে এসেছে
বিধ্বস্ত এক জলপাই পাতা
ওর সর্বাঙ্গে
শ্যাওলা , সমুদ্র-লবণ
আমি নেহায়েত স্বার্থপর পারসন
নীতিগত ভাবে রোবট বংশধর
জলপাই পাতার দুঃখ কথন
কুৎসিত বালুর চরণ
এসব সূক্ষ্ম বিশ্লেষণ আমায় মানায় কি ?
এর চেয়ে ভালো ,
আমার ডাইরির পাতা
হয়ে যাক এ রাত্রির সোনালী কফিন
আমি মহৎ হৃদ
নিশ্চিন্তে লাল গোলাপ গুজে দেই
অলিভ পাতার চিবুকে।