আজ যে আকাশের মেঘ গুলো উড়ে যাচ্ছে
ক্ষুব্ধ ষাঁড়ের মত । ঘাড়তেরা , বেয়াদব ।
একদিন এই সব সুপ্ত অপরাধীরা
বাতাসের করুন আর্তি নিয়ে তোমার সামনে হাঁটু গেড়ে বসবে !
সুখের লেবাস খুলে তখন ওরা বিবস্র । ভঙ্গুর – অসহায় ।
তুমি দেখে নিও
সেদিন অজস্র অশ্রুকণা চিক চিক করবে প্রায়শ্চিত্তের সৈকতে ।
লবণ দরিয়ার সে উত্তাল ঢেউ
কিভাবে ভাসিয়ে নেয় অহংকারী সময় ... তুমি সাক্ষী থেকো !

আমি তো  আটকাতে পারিনি সারস প্রহর
নীল বেদনার বেনুনি বুনে গেছি শুধু অক্লান্ত
অতঃপর তেলহীন কড়াইয়ে পুড়েছে দাউদাউ স্বপ্ন সালুন ।
মুখে আটকে থাকা দুঃস্বপ্ন লোকমা করেছি উদরস্থ
জানি না হয়েছে কি তা স্বস্তির  হজম ।
তবে আমি খুঁড়েছি পাঁজরে খরস্রোতা নদী
শ্রাবণের দিনে নতুন সকালে ।
মুখে নিয়ে কিছু স্পর্শকাতর পবিত্র  পাঠ ।
শুধু তোমার করুণা চেয়েছি
তোমার সাহায্য চেয়েছি ।
আজ দেখো এসে গেছে আমার সেই কাঙ্ক্ষিত ... সুরের প্রহর ।  
এসে গেছে তোমার করুণা ... তোমার ক্ষমা ।
হে মহীয়ান প্রভু আমার ! তাই তো সকল প্রশংসা শুধু তোমারই জন্য ।
জীবনের সব মরীচিকা পেছনে ফেলে
তোমার জন্যই নতুন করে বেঁচে থাকা!

6-13-2014