রক্তে যে তুফান ওঠে প্রতিক্ষণ
এর পূর্বাভাস তো তুমি জানো
বুক চিরে বয়ে চলা নদীর স্ব-পাঠ । বিষাদ আস্তর ।
বৈরাগী বাতাসে ধূসর পাতার উড়ো উড়ি ,
তুমি তো অবগত আছ সে নিদ্রাহীন জ্বালা পোড়ার ক্ষত-চিত্রের
তবুও বুকে জ্বর-তাপ নিয়ে
প্রতিদিন স্বপ্ন হাটে আনাজ কিনি
নীল পাসপোর্ট ... ঝলমলে ভিসা । চোখে ভ্রম হয় ।
এই বুঝি শুনি মদিনার ডাক । দেখি ... মরুর পথ ।
হাতের তালুতে অপেক্ষার ফাসিল
পৌরাণিক বৃষ্টি চায় সোনা গলা মেঘ।
লোহিত সাগর বুকে ঢেউ তোলে
আধো স্বপ্ন আধো জাগরণে ।
ওহুদ পাহাড় ছায়া হয়ে দোলে, মননে - স্বননে ।
হৃদয় স্লেটে ছন্দ তুলি । ঝরা পাতা – নক্ষত্র গুণী
কত ক্রোশ হল পার ।
আর কত দূর । বল না প্রভু ! বাইতুল্লাহর মিনার ।