হ্যাঁ’... এই ফুলেল বসন্তেই হয়ে যাই শুভ্র মানুষ
যেন নতুন স্বপ্নের আস্তাবলে নিশি-জাগা
এক জোড়া নান্দনিক আকিক পাথর চোখ ,
অতল ঘুমের যে গুঞ্জন , তাও এলিয়ে পড়ে
দুঃখ-মাধুর্যের চঞ্চল প্রস্থানে
বৃষ্টি-মঞ্জুষার তড়িৎ ভ্রমণে ভিজিয়ে দেয়া খরা ইতিহাস
সেও জানে এখনি সুখবোধ আবহর তুফান উঠবে বুক জুড়ে।
আর সাযুজ্য প্রপাত, বেঁচে থাকার জেদ নিয়ে
বিভীষিকা-ক্রান্ত মরুর পাঁজর ভাঙবেই, এই ফাল্গুনে ।।