ঐ দূরে শ্যামল বন দেখি' ভরে দুটি আঁখি,
প্রকৃতির মধুর রং এই হৃদয়ে মাখি ৷
সবুজ শ্যামল কাশবন কতই না দারুণ,
তাইতো এই প্রকৃতির মধুর রঙ্গে আকৃষ্ট তরণী তরুণ ৷
সবুজ শ্যামল রূপালী বন দেখি দু নয়নে,
সবুজ শ্যামলী দোলা লাগে মোর আবেগী পরাণে ৷
যখন চেয়ে দেখি দূর প্রান্তরে সরিষার মাঠ ,
মোর উদাসী মনে প্রশ্ন জাগে হঠাৎ ৷
হলদে সবুজ মিষ্টি মাখা প্রান্তর এতই সুন্দর ?
এই বুঝি সোনার বাংলার সবুজ শ্যামল বন্ধর ৷
মৃদু বাতাস যখন দিয়ে যায় আলতো ছোঁয়া সবুজ প্রান্তরে,
কত কথা জাগে মোর মনে আর দোলা লাগে অন্তরে ৷
যখনই মনোরম প্রকৃতির কথা ভাবি অন্তচক্ষু দিয়া,
কত স্বপ্ন কত বাসনা জাগে মোর আপন হিয়া ৷
দেখে দেখে ঐ রূপ মন নাহি ভরে ,
তাইতো এই মধুর রূপ মোর হৃদয়ে রাখি ধরে ৷