হে ঈমানদারেরা
আমল কর বেশি বেশি,
এতে মাওলা হবেন রাজি খুশি ৷
ঈমান রাখিয়া মোরা
করিলে বন্দেগী,
হইবে আরো উন্নতি
মোদের এই জিন্দেগী ৷


ঈমান আগে আমল পরে
সর্ব জায়গায় আছে,
ঈমান আনিয়া আমল করিলে,
মোমিনেরা আল্লাহর ওলী হইয়া বাঁচে ৷


নূর নবীজীকে মানিয়া যারা
হইছে ঈমানদার,
তারা জানে আল্লাহর সাথে
নেই কোনো অংশীদার ৷
ঈমাদারের কর্ম হচ্ছে আমল করা ভাই,
জান মাল সব সপিয়া নবীজীকে চাই ৷