অনেক বাসনা নিয়া জীবনে বাঁধিয়াছো আশা,
ভবের মায়ায় পরে করলে কত রং তামাসা ৷
কত না মিথ্যে আশায় করিলে জীবন চূর্ণ,
কুপথে চলিয়া আর হতে পারলে না পূর্ণ ৷


জীবন চলে তোমার জীবনেরই মতন,
তাই বলিয়া কি তুমি তাঁহার করিবেনা যতন ?
যতনে রতন মিলে শুনো নাই তুমি?
একথা বলেছে বহু জ্ঞানী আর গুণী ৷


আসল সুপথ না চিনিয়া কেন চিন্তা করো মিছে,
সত্য সুপথ না চিনিলে মুক্তি পাবে কিসে ?
সাদা মন তুমি করিলে কালো করিয়া বহু পাপ,
জীবনের পথে চলতে গিয়ে দিলে অগ্নিকুন্ডে ঝাপ ৷


জীবনে চলতে গিয়ে করো মনের সাথে যুদ্ধ,
তবে তুমি জয়ী হবে আর হবে পরিশুদ্ধ ৷
জীবনের পথে চলতে গিয়ে আসবে কত বাঁধা আর দুখ,
শত বেদনার পরে তোমার কাছে দিবে ধরা সুখ ৷
                 -------------