আমাতে তোমার প্রতিবিম্ব জেনে;
এসো ঘুমটা কে ভাগাভাগি করি,
                  কিছু স্বপ্ন দিয়ে,কিছু নিয়ে!


চাঁদকে সাক্ষী রাখব নাকি?
এইসব উচাটন ছাড়িয়ে,
মিশে যাই---আমিও তোমাতে


যে ভালোবাসায় কোন বাঁধন নেই,
যে ভালোবাসায়,এসে নিলিত হয় রাতের শিশির কপোতাক্ষ তীরে,       ঘাসের পরে
ছাতিম ফুলের ঘ্রাণ মেখে,সভা কর :--


রজনীগন্ধা,কৃষ্ণচূড়ার শয্যায়-শয্যায়


অতঃপর?বহুকাল--এই রূপে অতিক্রান্ত হবার পর!
সম্মোহন কাটবে তখন;
চোখে-চোখ রেখে;
কি হলো?এখনও ঘুমাননি?অপরিচিতা তুমি বলবে যখন|