যত্নের অভাবে;
বিশেষ কিছু অনুভূতি নষ্ট হবার উপক্রম!
          তবুও,আজও আমার মনে;
তোমার বিষ্ময়কর উপস্থিতি|
    তাইতো সারাটা রাত,
তারার সাথে কথা হয়|
যার জ্বলজ্বলে উজ্জ্বল দ্বীপ্তি,দেখিয়েছে                                       তোমার চোখ!
      আজও আমার মনে
তোমার,রামধনুর মত রাঙা উপস্থিতি!
তাইতো হৃদয় বেদনা জাগাতেভালোবাসে,যার নিষ্কলঙ্ক ছাপ রেখে গেছেতোমার নখ!
আজও আমার মনে
তোমার দীপ্তিময় উপস্থিতি;
তাই আবারও,ল্যাম্পোষ্টর আলোয় গা ভিজিয়ে কেঁদেছি বর্ষায়!
যার আবহাওয়াটা;-
তোমার মেঘ ভারাক্রান্ত চুলের এনভেলাপে স্পর্শহীন ঠোঁট!
এটা কোন ঘাস ফড়িং এরজীবন চক্র নয়!
             কীটপতঙ্গ হারিয়ে;--
বসিনি!তোমায়,না পাওয়ার আহাজারি,কিংবা পুনরায়ফিরে পাবার প্রার্থনায়!